নয়াদিল্লি: বিজয় মাল্য, ললিত মোদীকে ভারতে ফেরানোর চেষ্টায় কত অর্থ ব্যয় হয়েছে সরকারের, তা বিস্তারিত জানাতে রাজি হল না সিবিআই। অভিযোগ, ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ শোধ না করে দেশ ছেড়ে চলে গিয়েছেন লিকার ব্যারন মাল্য। আর প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত।
দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
মাল্যের বিরুদ্ধে যে সিবিআই নিজেদের জারি করা লুক আউট নোটিসটি নিষ্ক্রিয় করে দেওয়ার পর ২০১৬-র মার্চে ভারত ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন কিং ফিশার এয়ারলাইন্স কর্তা। তাঁকে প্রত্যর্পণ করিয়ে দেশে ফেরানোর জন্য বেশ কয়েকবার লন্ডনে টিম পাঠায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। পুনের সমাজকর্মী বিহার ধ্রুব জানতে চেয়েছিলেন, ওঁদের দেশে ফেরাতে সরকারের মোট কত টাকা এযাবত্ খরচ হয়েছে।
তথ্য জানার অধিকার আইনে পেশ হওয়া আবেদনটি সিবিআইকে পাঠায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সিবিআই সেটি পাঠিয়ে দেয় মাল্য, মোদী সংক্রান্ত মামলার ভার পাওয়া বিশেষ তদন্তকারী টিম বা সিট-কে।
কিন্তু সিবিআই জানায়, ২০১১র এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই অ্যাক্ট) এই তথ্য প্রকাশ করা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তথ্য জানার অধিকার আইনের ২৪ ধারায় হাতে গোনা কয়েকটি সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে বলে জানায় তারা। যদিও দিল্লি হাইকোর্ট আগে বলেছিল, ২৪ অনুচ্ছেদে থাকা সংস্থাগুলি তথ্য প্রকাশ করা থেকে অব্যাহতি দাবি করতে পারে না যদি সেই তথ্য দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে হয়।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
মাল্য, মোদীকে ফেরানোর চেষ্টায় কত খরচ হয়েছে সরকারের, জানাতে অস্বীকার সিবিআইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Feb 2018 09:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -