নয়াদিল্লি: কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তার বিরুদ্ধে অভিযোগ, পদে থাকাকালীন তদন্তে প্রভাব খাটিয়েছিলেন রঞ্জিত সিনহা। সম্প্রতি, সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (সিট) গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সংস্থার অবসরপ্রাপ্ত স্পেশাল ডিরেক্টরের নেতৃতাধীন ওই টিম সিনহার সরকারি বাসভবনের ভিসিটর্স ডায়েরি খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, কয়লা-বণ্টন কেলেঙ্কারি মামলার বহু অভিযুক্ত রঞ্জিত সিনহার সঙ্গে দেখা করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতে শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দেয় সিনহার বিরুদ্ধে তদন্ত করতে। এরপরই প্রাক্তন অধিকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই।
প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই-এর
Web Desk, ABP Ananda | 25 Apr 2017 11:15 PM (IST)