নয়াদিল্লি: দেশের বৃহত্তম ব্যাঙ্কিং জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন ১৮টি সংস্থার ব্যালান্স শিট খতিয়ে দেখছে সিবিআই। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ১১,৩৮৪ কোটি টাকার গ্যারান্টি দেওয়ার পর তার ভিত্তিতে বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে টাকা নিয়েছিল চোকসির সংস্থা গীতাঞ্জলি গ্রুপ এবং সহযোগী সংস্থাগুলি, সেই টাকার হদিশ পেতেই সংস্থাগুলির হিসেব সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।


চোকসির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তল্লাশিতে একটি বিশাল সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক সিবিআই আধিকারিক। তিনি আরও বলেছেন, গ্রেফতার হওয়া পিএনবি-র তৎকালীন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত) গোকুলনাথ শেট্টি, পিএনবি-র কর্মী মনোজ খারাট (সিঙ্গল উইনডো অফিসার) ও নীরব মোদী গ্রুপ অফ ফার্মের স্বীকৃত সইয়ের অধিকারী হেমন্ত ভাটকে জেরা চলছে। দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে রয়েছে এবং টাকার সন্ধানে পিএনবি-র অন্যান্য আধিকারিকদেরও জেরা করা হচ্ছে। চোকসি ও তাঁর ভাগনে নীরব মোদীর সঙ্গে পিএনবি-র আরও কোনও আধিকারিকের যোগ ছিল কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। এখন দুর্নীতির বিষয়টি, আর্থিক লেনদেন এবং আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।