নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার বাড়ি পৌঁছল সিবিআইয়ের একটি টিম। টিমে রয়েছেন ৬-৭ জন সিবিআই অফিসার। শিশোদিয়া তখন বাড়িতেই ছিলেন।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিবিআই অফিসাররা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের টক টু একে রেডিও অনুষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিতে এসেছেন।

ওই অনুষ্ঠানে আইনকানুন মানা হয়নি ও বেনিয়ম হয়েছে অভিযোগে শিশোদিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে প্রিলিমিনারি এনকোয়ারি বা প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই।

তবে উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনও হানা বা তল্লাশি চলেনি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে। শুধু তদন্ত সংক্রান্ত কিছু বিষয়ে স্পষ্টীকরণের জন্য অফিসাররা এসেছেন বলে জানিয়ে দিয়েছে তারা।