ভুবনেশ্বর: রোজভ্যালি মামলায় এবার এই বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম কুণ্ডুকেও হেফাজতে নিতে চায় সিবিআই। বৃহস্পতিবার ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বর আদালতে তোলা হয়। তবে তাঁকে নিয়ে সওয়াল জবাবের আগেই সিবিআইয়ের আইনজীবী গৌতম কুণ্ডুকে হেফাজতে চেয়ে আর্জি জানান।
কিন্তু, হঠাৎ এই আবেদন কেন? সিবিআই সূত্রে দাবি, তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে অনেক নতুন তথ্য মিলেছে। রোজভ্যালি কর্ণধারকে জেরা করে সেই তথ্য যাচাই করা প্রয়োজন।
আরেকটি কারণও আছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রোজভ্যালির দফতরে চোরাকুঠুরি থেকে যে মেরুন ডায়েরি মিলেছে। তাতে অনেক প্রভাবশালীর নাম ও তার পাশে টাকার অঙ্ক লেখা ছিল। তদন্ত চালিয়ে জানা গিয়েছে, এই ডায়েরি লিখতেন গৌতম কুণ্ডু নিজে। সিবিআই সূত্রে দাবি, গৌতম কুণ্ডুকে হেফাজতে পেলে জানতে চাওয়া হবে, তিনি এই টাকা প্রভাবশালীদের দিয়েছেন কি না। দিলে কেন দিয়েছেন? তাঁকে কি টাকার জন্য চাপ দেওয়া হয়েছে?
রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনি কলকাতার জেলে। সিবিআই সূত্রে দাবি, হেফাজতে পেলে রোজভ্যালি কর্ণধারকেও ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে।
গৌতম কুণ্ডুকেও হেফাজতে চায় সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2017 08:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -