নয়াদিল্লি:সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল মঙ্গলবার। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থানে চারজন। চারজনের মধ্যে তিনজনই ছাত্রী।

প্রথম স্থানে রয়েছে ডিপিএস, গুরুগ্রামের প্রখর মিত্তল। আরপি পাবলিক স্কুল, বিজনৌরের রিমঝিম অগ্রবাল ,সামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি।
৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ৭ পড়ুয়া।
দ্বাদশের মতো দশম শ্রেণীতেও ছাত্রদের টেক্কা ছাত্রীদের। ছাত্রদের পাসের হার ৮৫.৩২ শতাংশ।ছাত্রীদের পাসের হার ৮৮.৬৭শতাংশ।
পূর্ণমানের থেকে ৪ নম্বর কম পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম ডিপিএস রুবি পার্কের সৌরিৎ সরকার। রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় সাউথ পয়েন্টের ঐশ্বর্য ঘোষ। প্রাপ্ত নম্বর ৪৯৪।
সৌরিৎ ও ঐশ্বর্যের পাশাপাশি রাজ্যের মুখ উজ্জ্বল করেছে আরও অনেক পড়ুয়া।
সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন...সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় যে সকল পড়ুয়া সাফল্য লাভ করল তাদের সকলকে আমার অভিন্দন। তোমাদের পরিবার ও শিক্ষকদের শুভেচ্ছা।
এবছর পরীক্ষা দিয়েছিল ১৬ লক্ষের ওপর পরীক্ষার্থী। সিবিএইসই-র বোর্ডের তরফে জানানো হয়েছে, গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে।
মোটের ওপর পাশের হার ৮৬.৭ শতাংশ। যা গতবারের তুলনা ৪.২৫ শতাংশ কম।
৯৫ শতাংশ অথবা তাঁর বেশি নম্বর পেয়েছে মোট ২৭ হাজার ৪৭৬জন পড়ুয়া।
১ লক্ষ ৩১ হাজার ৪৯৩জন পড়ুয়া পেয়েছে ৯০ শতাংশের বেশি নম্বর।
পাশের হারে সবচেয়ে বেশি কেরলের তিরুবনন্তপুরম শহরে।
এখানে পাশের হার ৯৯.৬০ শতাংশ। তারপরে চেন্নাই ও আজমেঢ়।