নয়াদিল্লি: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার অ্যাকাউন্টেসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। যদিও সিবিএসই অস্বীকার করেছে এই  অভিযোগ।

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে, তা হুবহু মিলছে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার অ্যাকাউন্টেন্সি পেপারের ২ নম্বর সেটের সঙ্গে। আজ সকালেই এই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে।

শোনা যাচ্ছে, গতকালই এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। দিল্লির রোহিণী এলাকা থেকে তা কেউ ফাঁস করেছে বলে অভিযোগ। শিশোদিয়া জানিয়েছেন, এ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেছেন তিনি।