নয়াদিল্লি: সিবিএসই স্কুলগুলিতে বই সহ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল। এ বছরের এপ্রিলে এক নির্দেশিকায় স্কুলগুলিতে বই, স্কুলের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন বলা হয়েছিল, স্কুলগুলি যাতে বাণিজ্যিক কেন্দ্র না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করতে হবে। তবে সেই নির্দেশিকায় বদল আনা হল।

সিবিএসই-র পক্ষ থেকে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পুরনো নির্দেশিকা সংশোধন করে স্কুলগুলিতে এনসিইআরটি-র বই, খাতা সহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা যাবে। এর জন্য প্রয়োজনে স্কুলের মধ্যেই দোকান খোলা যাবে। ছাত্র-ছাত্রীদের বিলি করার জন্য সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে বই কিনতে পারবে স্কুলগুলি।