নয়াদিল্লি: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইসিএসই)।


সিবিএসই-র তরফে জানানো হয়েছে, তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লক্ষ ৩৮ হাজার ৫৫২ জন। পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। আবার, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসছে ১১ লক্ষ ৮৬ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ১২ এপ্রিল। প্র্যাক্টিকাল পরীক্ষা জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয়ে ৩১ তারিখের মধ্যে শেষ হবে।


অন্যদিকে, এদিনই নির্ঘণ্ট ঘোষণা হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার। এবছর আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৮ মার্চ। আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হবে ৭ ফেব্রুয়ারি। শেষ হবে ২ এপ্রিল।


অবশ্য কাউন্সিলের তরফে জানানো হয়েছে, যেসব রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে নির্বাচনের নির্ঘণ্টের ওপর ভিত্তি করে পরীক্ষার সূচি বদলাতেও পারে। পাশাপাশি কমছে পাস নম্বর।এবছরের পরীক্ষা থেকেই তা কার্যকর হবে। আইসিএসই-তে পাস নম্বর ৩৫ শতাংশের বদলে হচ্ছে ৩৩ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রে পাস নম্বর ৪০ শতাংশের বদলে হচ্ছে ৩৫ শতাংশ।