নয়াদিল্লি: সিবিএসই পরিচালিত স্কুলগুলিতে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হল। একইসঙ্গে যে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড নেই, তাদের আধার কার্ড করার বিষয়ে উৎসাহ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিবিএসই। সেই কারণে স্কুলেই আধার শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে আধার কেন্দ্র করা বাধ্যতামূলক নয়। স্কুলগুলি স্বেচ্ছায় এই শিবির করতে পারে। তার জন্য ইউআইডিএআই বা সিবিএসই-র সঙ্গে চুক্তি করতে হবে।


এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে সিবিএসই পরিচালিত স্কুলের সংখ্যা ১৮,৫৪৬। এছাড়া ২৫টি দেশে ২১০টি স্কুল আছে। দেশের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পাশাপাশি যাতে শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য কর্মী এবং তাঁদের পরিবারের লোকজনও আধার কার্ড করাতে পারেন, তার জন্যই ইউআইডিএআই-র সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে বলে জানিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ। এই শিবিরে কম্পিউটার, প্রিন্টার, বায়োমেট্রিক ডিভাইস সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি স্কুলকেই দিতে হবে। তবে স্কুলগুলি প্রতিটি আধার নথিভুক্তির জন্য ৩০ টাকা করে পাবে।

কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মিড মে মিল সহ বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে সিবিএসই স্কুলগুলিতে আধার শিবির করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।