নয়াদিল্লি: ৯ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে সিবিএসই বোর্ডের পরীক্ষা। ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত থাকবে কিনা, তা নিয়ে সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগে ছিলেন তাদের অভিভাবকরাও। অবশেষে সোমবার সিবিএসই জানাল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষাও শুরু হবে ৯ মার্চ। শেষ হবে ২৯ এপ্রিল। অর্থাত্ ভোটপর্ব চুকে গেলেই শুরু হবে পরীক্ষা
পরীক্ষার ফলও সময়মতোই প্রকাশ করা যাবে বলে আশাবাদী বোর্ড কর্তৃপক্ষ। সাধারণত সিবিএসই-র পরীক্ষা শুরু হয় ১ মার্চ। রেজাল্ট বেরয় মে-র তৃতীয় সপ্তাহে। এবার এক সপ্তাহ পিছিয়ে শুরু হচ্ছে পরীক্ষা।
সিবিএসই-র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, পাঁচ রাজ্যে ভোটের জন্য ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু করতে হচ্ছে। ৮ মার্চ উত্তরপ্রদেশ ও মণিপুরে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ। পরদিনই শুরু হবে পরীক্ষা। বলা হয়েছে, পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করেই বোর্ড এক সপ্তাহ পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পড়ুয়ারাও বাড়তি কয়েকটা দিন প্রস্তুতির সুযোগ পাবেন।
বোর্ড আরও বলেছে, মূল পেপারগুলির মধ্যে বাস্তবসম্মত সময়ের ব্যবধান রাখার ব্যাপারেও যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। জয়েন্টের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ও আসন্ন ন্যাশনাল এলিজিবিলিটি তথা এন্ট্রান্স টেস্টে বসতে চলা পড়ুয়ারা যাতে এই পরীক্ষাগুলির আগে সিবিএসই পরীক্ষা পালা চুকিয়ে ফেলতে পারে, তাও মাথায় রাখা হয়েছে।