নয়াদিল্লি: মঙ্গলবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। এদিন কেন্দ্রীয় বোর্ডের এক আধিকারিক জানান, আগামীকাল বিকেল ৪টে নাগাদ ফলপ্রকাশ হবে। প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এবছর দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল।


প্রশ্নপত্র-ফাঁস বিতর্কে এবছর জর্জরিত ছিল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। দিল্লি থেকে শুরু করে হরিয়ানা ও ঝাড়খণ্ড থেকে অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। যদিও, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়ে দেয়, পরীক্ষার্থীদের স্বার্থেই পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে না।