নয়াদিল্লি: ক্যানসারে আক্রান্ত ছেলেটি পরীক্ষায় সাহায্যের জন্য অনুলেখক চেয়েছিল, যিনি তার হয়ে লেখার কাজটা করে দেবেন। কিন্তু বেঁকে বসেছে সিবিএসই। ওই ছাত্রকে অনুলেখক দেওয়া যাবে না বলে জানিয়েছে তারা।

ওই ছাত্র পড়ে বেঙ্গালুরুর ওকব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে। সপ্তাহদুয়েক আগে রক্তে ক্যানসার ধরা পড়েছে তার। বেঙ্গালুরুরই মণিপাল হাসপাতালে কেমোথেরাপি শুরু হয়েছে। বেশিক্ষণ সে এক জায়গায় বসে থাকতে না পারায় তার বাবা মা অনুলেখক চান তার জন্য। সঙ্গে আবেদন করেন, পরীক্ষা চলাকালীন তাকে ওষুধ ও খাবার কাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু সিবিএসই তা নাকচ করে দিয়েছে।

বিষয়টি সামনে এনেছেন পানুন কাশ্মীর ইস্যুতে আন্দোলনকারী পবন দুরানি। তিনি টুইট করে প্রশ্ন তুলেছেন, মানবিকতা বলে আর কি কিছুই নেই! ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে।







অল্পদিনের মধ্যে শুরু হচ্ছে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তাদের নির্দেশিকা, যে সব পরীক্ষার্থীরা আচমকা অসুস্থ হয়ে পড়েছে তারা অনুলেখক পাবে। সে ব্যাপারে সার্টিফিকেট দিতে হবে অ্যাসিস্ট্যান্ট সার্জন স্তরের কোনও মেডিক্যাল অফিসারকে।