শিক্ষাসচিব অনিল স্বরূপ ট্যুইট করেছেন, সিবিএসই-র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১২ ক্লাসের পরীক্ষায় ফল ঘোষণা হবে ২৬ মে। প্রশ্নপত্র ফাঁস হওয়া ঘিরে বিতর্ক, অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবারের সিবিএসই-র উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
প্রথমে অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা যায়। দেশব্যাপী পরীক্ষার্থীদের পাশাপাশি নানা মহলে প্রবল অসন্তোষ, উদ্বেগ, উত্কণ্ঠা ছড়ায়। মাসখানেক বাদে গত ২৫ এপ্রিল ফের অর্থনীতির পরীক্ষা নেওয়া হয়। তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারির ধারা লঘু করার অভিযোগে দলিত সংগঠনগুলির ডাকা ভারত বনধের পরিপ্রেক্ষিতে পঞ্জাব সরকারের আবেদন মেনে ওই রাজ্যে গত ২ এপ্রিল নির্ধারিত বিষয়ের পরীক্ষাও স্থগিত রাখে সিবিএসই।