নয়াদিল্লি: ক্লাস টেন পর্যন্ত কাউকে আটকানো হবে না, এই নীতি মানতে গিয়ে ২০১০ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দিয়েছিল সিবিএসই। কিন্তু পড়ুয়াদের ওপর পড়াশোনার চাপ কমানোর লক্ষ্যে চালু হওয়া ওই পদক্ষেপে আখেরে তাদের ক্ষতি হচ্ছে, তাদের লেখাপড়ার মান পড়ে গিয়েছে বলে অভিভাবক ও নানা মহল উদ্বেগ প্রকাশ করায় ৬ বছর বাদে পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার কথা ভাবছে ওই কেন্দ্রীয় বোর্ড। অর্থাত্ দশম শ্রেণি পর্যন্ত কাউকে আটকে না রাখার নীতি বাতিল করতে পারে সিবিএসই। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর আজ নিজের বাসভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, চলতি নীতি খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও। কিন্তু আমরা ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফিরিয়ে আনতে চাইছি। পড়ুয়াদের শিক্ষার মানের অবনতি হয়েছে বলে অভিমত জানিয়ে পাঁচটি রাজ্যের মন্ত্রী ও অভিভাবকদের নিয়ে গড়া একটি কমিটি ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফের চালু করার দাবি তুলেছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, সরকার অবশ্য চাইছে, পরীক্ষা না হলেও প্রতিটি ক্লাসের পড়ুয়াদের মূল্যায়ন করতে হবে স্কুলকে।
পরীক্ষা ব্যবস্থা ফেরানো হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ২৫ অক্টোবর সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব এডুকেশন(সিএবিই)-এর বৈঠকে নেওয়া হবে। বৈঠকে পৌরহিত্য করবেন জাভরেকর।
তিনি বলেন, ক্লাস ফাইভ বা অষ্টম শ্রেণি পর্যন্ত নো-ডিটেনশন পলিসি চালু করার ব্যাপারে সেখানে আলোচনা হতে পারে। রাজ্যগুলি এ ব্যাপারে যে যার মতো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান তিনি।
২০১০-এ সিবিএসই-র ক্লাস টেনের বোর্ড পরীক্ষা তুলে দিয়ে চালু হয়েছিল নিয়মিত সার্বিক মূল্যায়ন বা সিসিই সিস্টেম। পড়ুয়াদের ওপর চাপ কমাতে বছরভর টেস্ট ও গ্রেড দেওয়ার ব্যবস্থা কার্যকর রয়েছে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের জনৈক পদস্থ কর্তাও বলেন, শিক্ষাবিদদের পাশাপাশি অভিভাবকদের সংগঠনগুলিও বলেছে, একদিকে কাউকে আটকে না রাখার নীতি, অন্যদিকে পরীক্ষা ব্যবস্থা উঠে যাওয়া, সব মিলিয়ে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে। তাছাড়া একবারে সরাসরি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার সময়ও চাপ নিতে পারছে না ছাত্রছাত্রীরা। কিন্তু কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্ধারক ফ্যাক্টর এটা।
উদ্বেগ, মান কমছে পড়াশোনার, সিবিএসই-র ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফিরছে?
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2016 07:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -