নয়াদিল্লি: সিবিএসই-তে প্রশ্নফাঁসের জের, ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। আজ জানানো হয়েছে, ২৫ এপ্রিল দেশজুড়ে দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা হবে। তবে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ জানিয়েছেন, যদি দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হয়, তাহলে সেই পরীক্ষা হতে পারে জুলাই মাসে। যেহেতু দিল্লি ও হরিয়ানাতেই প্রশ্ন ফাঁস হয়েছিল, তাই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের হলে দিল্লি-হরিয়ানাতেই হবে। বিদেশে প্রশ্ন ফাঁস না হওয়ায় ভারতের বাইরেও ফের পরীক্ষা নেওয়া হবে না।
সাংবাদিক বৈঠকে শিক্ষাসচিব বলেছেন, ‘দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল শুধু দিল্লি ও হরিয়ানাতে। তাই ফের পরীক্ষা নেওয়া হলে শুধু এই দুই রাজ্যেই হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ফের পরীক্ষা নেওয়া হয়, সেটা জুলাইয়ে হতে পারে। এই পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।’
প্রশ্ন ফাঁসের তদন্তের বিষয়ে শিক্ষাসচিব বলেছেন, ‘দুই স্তরের তদন্ত হচ্ছে। একটি তদন্ত করছে পুলিশ এবং একইসঙ্গে বিভাগীয় তদন্তও হচ্ছে। আমরা বলতে পারছি না ঠিক কী ভুল হয়েছিল। তবে আমরা সত্য ঘটনা খুঁজে বার করার চেষ্টা করছি। এখনই এ বিষয়ে আমাদের কাছে উপযুক্ত জবাব নেই। আমাদের কাছে খুব কমই তথ্য আছে। বাচ্চাদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা ২৫ এপ্রিল, দশমের অঙ্ক হতে পারে জুলাইয়ে: শিক্ষাসচিব
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2018 06:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -