নয়াদিল্লি: আগামীকাল প্রকাশিত হবে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দ্বাদশ শ্রেণি (ক্লাস- XII) –র ফল। দুপুর ১২ টা নাগাদ ফল ঘোষণা।

যে ওয়েবসাইটগুলিতে ছাত্রছাত্রীরা ফল জানতে পারবেন-

 

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এবছর থেকেই ডিজিট্যাল মার্কশিট দেবে সিবিএসই বোর্ড। www.digilocker.gov.in –এই ডিজিলকারের মাধ্যমে তা পাবে পড়ুয়ারা। এসএমএস-এর মাধ্যমে পড়ুয়াদের রেজিস্টার করা মোবাইল নম্বরে চলে যাবে ডিজিলকার অ্যাকাউন্টের পরিচয়-প্রমাণাদি। ডিজিট্যাল পদ্ধতিতে রেজাল্ট জানতে পারা যাবে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ডিজিরেসাল্টের মাধ্যমেও।

প্রসঙ্গত, এ সপ্তাহের শুরুতেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি পড়ুয়াদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, এমাসের শেষেই বের হবে দশম ও দ্বাদশ শ্রেণির ফল।