নয়াদিল্লি: দ্বাদশ শ্রেণির ইকনমিক্স ও দশম শ্রেণির অঙ্কের পরীক্ষা নতুন নেওয়ার সিদ্ধান্ত নিল সিবিএসই। সম্প্রতি, দ্বাদশ শ্রেণির ইকনমিক্সের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। একই অভিযোগ ওঠে দশম শ্রেণির অঙ্কের প্রশ্নপত্রের ক্ষেত্রেও। সবদিক খতিয়ে দেখে এই দুই পরীক্ষা বাতিল করে তা নতুন করে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বোর্ড।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে, বোর্ড পরীক্ষার স্বচ্ছতা এবং পড়ুয়াদের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতেই এই দুই পত্রের পরীক্ষা নতুন করে নিতে চলেছে সিবিএসই। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সূচি সহ অন্যান্য তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে জানানো হবে ওয়েবসাইটে।
এদিকে, পুনরায় পরীক্ষা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন কয়েকজন শিক্ষক, অভিভাবক ও পড়ুয়ারা। তাঁদের দাবি, দশম শ্রেণির সমাজবিদ্যা ও দ্বাদশ শ্রেণির বায়োলজির প্রশ্নপত্রও ফাঁস হয়েছে।
প্রসঙ্গত, এমন প্রথমবার নয়, যে সিবিএসই প্রশ্নফাঁসের অভিযোগ উঠল। এর আগে, ২০০৬ সালে বারাণসী বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজনদের খোঁজ করতে গিয়ে হরিয়ানার পানিপথ থেকে সিবিএসই বিজনেস স্টাডিজ পত্রের ফাঁস হওয়া প্রশ্ন উদ্ধার করে পুলিশ।
এরপর ২০১১ সালে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও অঙ্ক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।