নয়াদিল্লি: সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর দ্বিতীয়বার যে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, ছাত্র-ছাত্রীদের সেই পরীক্ষা বয়কট করতে বললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তিনি প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন, ‘সরকারের ব্যর্থতার কারণেই প্রশ্ন ফাঁস হয়েছে। ভুল স্বীকার করার বদলে ছাত্র-ছাত্রীদের কেন ফের পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে? সরকার যদি প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে না পারে, তাহলে তাতে ছাত্র-ছাত্রীদের কোনও দোষ নেই। তারা কেন ফের পরীক্ষা দেবে? সব বাবা-মার কাছে আমার অনুরোধ, আপনার ছেলে বা মেয়েকে ফের পরীক্ষা দিতে বলবেন না।’
প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধী দলগুলি একযোগে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। মানবসম্পদ উন্নয়ম মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে বরখাস্ত করার দাবি জানিয়েছে কংগ্রেস। আজও নয়াদিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন ছাত্র-ছাত্রী ও যুব কংগ্রেস কর্মীরা। তাঁরা সিবিএসই-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। এই ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করারও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
সিবিএসই প্রশ্ন ফাঁস: ছাত্র-ছাত্রীদের ফের পরীক্ষা না দেওয়ার ডাক রাজ ঠাকরের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2018 04:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -