নয়াদিল্লি: স্কুলগুলো কোনও ব্যবসাপ্রতিষ্ঠান নয়। সেখান থেকে ছাত্র-ছাত্রীদের বাবা-মাকে পোশাক, বই ও অন্যান্য জিনিষ কিনতে বাধ্য করা যাবে না। নয়া নির্দেশিকায় বলল সিবিএসই বোর্ড। মূলত সিবিএসই বোর্ডের আওতায় থাকা স্কুলগুলির ওপরই লাগু হবে এই নিয়ম। সিবিএসই বোর্ডের তরফে একথাও বলা হয়েছে এগুলোর বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
এই বিষয়ে সিবিএসই বোর্ডে আওতায় থাকা স্কুলগুলির বাবা-মায়েরা কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেইজন্যে একটি বোর্ডও গঠন করে সিবিএসই বোর্ড। বাবা-মায়েরা তাঁদের অভিযোগপত্রে বলেন, স্কুল কর্তৃপক্ষ কার্যত বিশেষ কিছু দোকান থেকে তাঁদের স্কুল ব্যাগ, বই, ইউনিফর্ম কিনতে বাধ্য করছে। এরপরই বোর্ড কর্তৃপক্ষ বলে, স্কুলগুলির সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। তারা কখনও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে কয়েকজনের স্বার্থসিদ্ধির জন্যে কাজ করতে পারে না।
এছাড়া বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্দেশিকায় আরও বলে, স্কুলগুলি শুধুমাত্র এনসিআরটি স্বীকৃত বইগুলোই পড়াতে পারবে। অন্য কোনও প্রকাশনা সংস্থার বই পড়াতে বাধ্য করতে পারবে না। এনসিআরটির বই খোলা বাজারে চাহিদা মতো পাওয়া যায় না বলে যে অভিযোগ রয়েছে, অনলাইনে সেই বইগুলো পাওয়ার জন্যে আবেদন করারও নির্দেশ দিয়েছে বোর্ড।
স্কুল থেকে বই, পোশাক সহ অন্যান্য সামগ্রী কিনতে বাধ্য করা যাবে না, নির্দেশ সিবিএসই বোর্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2017 04:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -