ম্যাঙ্গালুরু: ‘উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ। আর চাপ নিতে পারছি না। আমার এক অংশীদার ক্রমাগত আমাকে তাঁর শেয়ার কিনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।’
বোর্ড অফ ডিরেক্টর্স ও সংস্থার কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে এটাই ছিল তাঁর শেষ বার্তা। তারপর থেকেই নিখোঁজ ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা-কর্ণধার ভি জি সিদ্ধার্থ।
মঙ্গলবার সকাল থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ জনপ্রিয় কফি শপ চেইন সংস্থা ক্যাফে কফি ডে-র কর্ণধার। সোমবার ম্যাঙ্গালোরে নেত্রাবতী নদীর উপরের সেতুতে তাঁকে শেষবার দেখা যায়। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই।
ক্যাফে কফি ডে-র কর্ণধার তাঁর চিঠিতে তাঁর এই অবস্থার জন্য পরোক্ষে আয়কর দফতরকেও দায়ী করেন। বিভিন্ন ক্ষেত্রে আয়কর দফতর তাঁকে ‘হেনস্তা’ করে বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। এই কারণেই তাঁর সংস্থাকে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, তারা আইন মেনেই পদক্ষেপ করেছে।
ভি জি সিদ্ধার্থর খোঁজে একযোগে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উপকূল রক্ষা বাহিনী, হোমগার্ড, দমকল ও উপকূল অঞ্চলে দায়িত্বে থাকা পুলিশ।
সূত্রের খবর, সোমবার ব্যবসার কাজেই বেঙ্গালুরু থেকে সকলেশপুর যাওয়ার কথা ছিল সিদ্ধার্থের। কিন্তু মাঝপথে তিনি ম্যাঙ্গালুরুর দিকে গাড়ি ঘোরাতে বলেন।
নেত্রাবতী নদীর উপরের সেতুতে পৌঁছে ক্যাফি কফি ডে-র কর্ণধার ড্রাইভারকে বলেন, তিনি হাঁটতে যাচ্ছেন। তিনি যেন অপেক্ষা করেন।
দু’ঘণ্টা পার হয়ে যাবার পরও সিদ্ধার্থ না ফেরায় পুলিশে অভিযোগ করেন গাড়ির চালক।
ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার জানিয়েছেন, ভিজি সিদ্ধার্থকে খোঁজার কাজে স্থানীয় মৎস্যজীবীদেরও সাহায্য নেওয়া হয়েছে।
খবরটি পাওয়ার পর থেকেই থমথমে কর্ণাটকের রাজনৈতিক মহল। এসএম কৃষ্ণার বাড়িতে গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া প্রমুখ।
ক্যাফে কফি ডে-র কর্ণধার নিখোঁজ হয়ে যাওয়ার খবরে বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটাই পড়ে গেছে।
নিখোঁজ ক্যাফে কফি ডে-র কর্ণধার, চিঠিতে হেনস্তার অভিযোগ, ওড়াল আয়কর দফতর
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2019 03:31 PM (IST)
‘উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ। আর চাপ নিতে পারছি না। আমার এক অংশীদার ক্রমাগত আমাকে তাঁর শেয়ার কিনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।’ ব্যক্তিগত সহায়কের কাছে রেখে যাওয়া চিঠিতে মাফ করার আবেদন জানিয়ে উধাও ক্যাফে কফি ডে-র কর্ণধার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -