কাশ্মীরের আপেলচাষীদের জন্য ৫০০ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
Web Desk, ABP Ananda | 27 Oct 2016 06:14 PM (IST)
নয়াদিল্লি: কাশ্মীরের উন্নয়নে সাহায্যের হাত বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র— এই বার্তা দিতে রাজ্যের আপেল ফলনের বৃদ্ধি এবং চাষীদের সহায়তার জন্য ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজকে অনুমোদন দিল অর্থবিষয়ক মন্ত্রিসভার কমিটি (সিসিইএ)। ২০১৪ সালের বন্যা-বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের পুনর্গঠনে গতবছর নভেম্বর মাসে রাজ্যের জন্য ৮০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তারই অন্তর্গত ৫০০ কোটির অনুমোদন দিল ক্যাবিনেট কমিটি। সংবাদসংস্থা সূত্রে খবর, মূলত কাশ্মীরের আপেল চাষীদের সহায়তার জন্যই এই বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ জানান, জম্মু ও কাশ্মীরে আপেল চাষ বড় করেই হয়। তাই উদ্যানপালনের শ্রীবৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক প্যাকেজের অনুমোদন করা হয়েছে। যাতে আরও বেশি আপেলের বাগান তৈরি করা যায়। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পের মোট বরাদ্দের মধ্যে কেন্দ্র বহন করবে ৯০ শতাংশ, বাকি ১০ শতাংশ দেবে কেন্দ্র। অর্থাৎ, এক্ষেত্রে ৪৫০ কোটি টাকা দেবে মোদী সরকার। জানা গিয়েছে, এই টাকা দিয়ে ৩,৯০০ হেক্টর বাগানের পুনরুজ্জীবন এবং ৩২৯ হেক্টর নতুন বাগান গঠন করা হবে। কেন্দ্রের মতে, এর ফলে প্রায় ৪৯১ গ্রামের ২১ হাজার ফলচাষী উপকৃত হবেন।