শ্রীনগর: বেশ কয়েকহাজার রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম যেভাবে জম্মুতে বসবাস শুরু করেছেন, তাতে উদ্বিগ্ন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ জম্মু। জম্মু থেকে এঁদের বার করে দেওয়ার দাবি তুলবে তারা।
সিসিআইজে-র সব নির্বাচিত সভাপতি রাকেশ গুপ্ত জানিয়েছেন, এই বিদেশি নাগরিকরা জম্মুর নিরাপত্তার পক্ষে বিরাট ঝুঁকি। তাই তাঁদের প্রত্যপর্ণের বিষয়টিতে অগ্রাধিকার দেবে চেম্বার। এ জন্য রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে, যদি সরকার তাতে কান না দেয়, তবে জোর করে বার করে দেওয়া হবে বিদেশিদের।
প্রায় ১৪,০০০ বিদেশি, বিশেষত চিনের ইউঘুর মুসলিম ও মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা জম্মুতে বসবাস শুরু করেছেন। এর ফলে ২০০৮ থেকে ২০১৬-র মধ্যে জম্মুতে বাসরত বিদেশি নাগরিকের সংখ্যা এক লাফে ৬,০০০-এর বেশি বেড়ে গিয়েছে। এঁদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা অন্তত ৫,৭৪৩, ৭,৬৯০জন ইউঘুর ও ৩২২জন অন্য দেশের নাগরিক।
জম্মুতে বাসরত বিদেশি নাগরিকদের প্রত্যর্পণে প্রশাসনকে চাপ দেবে স্থানীয় ব্যবসায়ী সমাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2017 10:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -