নিহত সাংবাদিকের মোবাইল খতিয়ে দেখলে পুলিশ ঘটনা সম্পর্কিত বহু প্রমাণ ও সূত্রের সন্ধান পেয়ে যাবে বলেও ইন্দ্রজিৎ মন্তব্য করেন। এছাড়া তিনি তাঁর কাছে থাকা বিভিন্ন সূত্র দিয়েও পুলিশকে তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার রাত আটটা, তখন বাড়ি ফিরছিলেন গৌরী। বাড়ির বাইরে গেট খোলার সময় আচমকা, অজ্ঞাতপরিচয়ের তিন দুষ্কৃতী মোটর সাইকেলে এসে খুব কাছ থেকে অন্তত সাতটি গুলি ছোড়ে গৌরীকে লক্ষ্য করে। তার মধ্যে তিনটি গৌরীর মাথা, গলা ও বুক ফুঁড়ে যায়।
নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন ৫৫ বছরের গৌরী। চিরকালই গেরুয়া শিবিরের কট্টর সমালোচক হিসেবে সবাই চিনত গৌরীকে।
গৌরী লঙ্কেশ পত্রিকে নামে কন্নড় সাপ্তাহিক ট্যাবলয়ে়ড সম্প্রতি তিনি বিজেপি ও সঙ্ঘ পরিবারের বেশ কিছু নেতাদের বিরুদ্ধে খবর ছেপেছিলেন। যার জন্য তাঁর নামে একাধিক মানহানির মামলাও ঝুলছিল। ইতিমধ্যেই আকস্মিক এই হত্যাকাণ্ড অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের দিকে তুলে দিল।