এবার থেকে ট্রেনের এসি থ্রি টায়ার কামরায় থাকবে সিসিটিভি, কফি মেশিন ও জিপিএস পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2016 12:22 PM (IST)
নয়াদিল্লি: নভেম্বর মাসের মাঝামাঝি সময় চলে আসবে ভারতীয় রেলের নতুন সাজে সুসজ্জিত ট্রেনের এসি থ্রি টায়ার কামরাগুলো। নতুন সাজে সজ্জিত কারণ, এই কামরাগুলোতে এবার থেকে থাকবে সিসিটিভি ক্যামেরা, চা এবং কফি মেশিন ও জিপিএস পরিষেবা। শুধু এখানেই শেষ নয়। নতুন সজ্জিত এই কামরাগুলোতে প্রত্যেক দরজার ওপর থাকবে জিপিএস ভিত্তিক যাত্রী ইনফরমেশন সিস্টেম, ধোঁয়া ও আগুন নির্ধারক মেশিন, এছাড়া স্বয়ংক্রিয় রুম ফ্রেশনার থাকবে। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এখন থেকে এয়ারলাইনের মতো দেখতে লাইট বারের ওপর নম্বর লেখা থাকবে। সেখান থেকেই জানা যাবে কোনটা আপার, লোয়ার আর মিডল বার্থ, আগে যেটা দেওয়ালে লেখা থাকত। শৌচালয়ের দেওয়ালগুলোয় জেল-এর প্রলেপ লাগানো থাকবে। পর্দা লাগানো থাকবে সাইড বার্থ ও মাঝের বার্থগুলোয়। আগে এই পর্দা লাগানো থাকত শুধু ট্রেনের এসি টু টায়ার ও এসি ফার্স্ট ক্লাসে। আপাতত নয়া এই এসি থ্রি-টায়ার কামরাগুলো দেখতে পাওয়া যাবে দিল্লি-গোরক্ষপুরের মধ্যে চলা হামসফর পরিষেবার অন্তর্গত ট্রেনগুলোতে। তারপর ধীরে ধীরে অন্য ট্রেনের এসি থ্রি-টায়ার কামরাতেও আসবে পরিবর্তন।