নয়াদিল্লি: ‘পারিবারিক’ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কয়েকদিন আগে মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম ভিডিও কনফারেন্সে আমাকে জানান, পারিবারিক কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান। এর কারণ তাঁর ব্যক্তিগত, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া ছাড়া কোনও উপায় ছিল না আমার।’ সুব্রহ্মণ্যম কবে মুখ্য আর্থিক উপদেষ্টার পদ ছাড়ছেন, সেটা অবশ্য জানাননি জেটলি। তাঁর ফেসবুক পোস্টের পরেই ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন সুব্রহ্মণ্যম।

২০১৪-র ১৬ অক্টোবর অর্থমন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয় সুব্রহ্মণ্যমকে। ২০১৭-তে এক বছরের জন্য তাঁর এই পদে থাকার মেয়াদ বাড়ানো হয়। এবার তিনি সরে যাচ্ছেন। তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন জেটলি।






কংগ্রেস অবশ্য সুব্রহ্মণ্যমের পদত্যাগের পরিপ্রেক্ষিতে মোদী সরকারকে খোঁচা দিয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা ট্যুইট করে বলেছেন, ‘নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের পর এবার মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমের পদত্যাগ অবাক হওয়ার মতো বিষয় নয়। মোদী সরকারের আমলে বিপুল আর্থিক অব্যবস্থা, আর্থিক সংস্কারে অনীহা এবং আর্থিক বিশৃঙ্খলার ফলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা হতাশ।’