শ্রীনগর: রমজান মাস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে একতরফাভাবে সংঘর্ষ বিরতির নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। শনিবার মধ্যরাতে সেই সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই জানা গিয়েছে। আজ সন্ধেয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এরপরেই সরকারিভাবে সংঘর্ষ বিরতি শেষ করার কথা ঘোষণা হতে পারে।

সংঘর্ষ বিরতির মধ্যেই সীমান্তে পাকিস্তানের দিক থেকে নিয়মিত গোলাগুলি চালানো হয়েছে। জঙ্গি হামলাও হয়েছে। সেনা জওয়ান ঔরঙ্গজেবকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা। জঙ্গি হামলায় কাশ্মীরের একটি সংবাদপত্রের সম্পাদক ও তাঁর দুই দেহরক্ষীর মৃত্যু হয়েছে। এরপরেই সংঘর্ষ বিরতি তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্ত বলেছেন, জঙ্গিদের খুঁজে বার করে খতম করা হবে। তাদের বিরুদ্ধে ফের অভিযান শুরু হবে।

গতকালই রাষ্ট্রপুঞ্জ প্রথমবার কাশ্মীরের বিষয়ে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। বিদেশমন্ত্রক এই রিপোর্টের তীব্র বিরোধিতা করেছে। বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করেছে এই রিপোর্ট। গোটা জম্মু ও কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান আগ্রাসনের মাধ্যমে জোর করে এই রাজ্যের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তান অবশ্য এই রিপোর্টকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে।