কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইট করে বলেছেন, ’৪৪ মাসে সংঘর্ষ বিরতি লঙ্ঘন ৫০০ শতাংশ বেড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩০৩ জন সেনাকর্মী ও ১৯৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আজ আবার দু’জনের মৃত্যু হয়েছে এবং চারজন জখম হয়েছেন। সাহেব, আমাদের সরকার কখন জেগে উঠবে?’ সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েই চলেছে, কখন সাহেবের ঘুম ভাঙবে? মোদীকে কটাক্ষ কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 19 Jan 2018 06:03 PM (IST)
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। আজ আর এস পুরা সেক্টরে পাক সেনার গোলাবর্ষণ ও গুলিতে দু’জন সাধারণ মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কটাক্ষ, ‘সাহেবের কখন ঘুম ভাঙবে?’