নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। আজ আর এস পুরা সেক্টরে পাক সেনার গোলাবর্ষণ ও গুলিতে দু’জন সাধারণ মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কটাক্ষ, ‘সাহেবের কখন ঘুম ভাঙবে?’



কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইট করে বলেছেন, ’৪৪ মাসে সংঘর্ষ বিরতি লঙ্ঘন ৫০০ শতাংশ বেড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩০৩ জন সেনাকর্মী ও ১৯৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আজ আবার দু’জনের মৃত্যু হয়েছে এবং চারজন জখম হয়েছেন। সাহেব, আমাদের সরকার কখন জেগে উঠবে?’