নয়াদিল্লি: গুজরাতে ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্কের মাঝে মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জোতি তাঁর বিরুদ্ধে ওঠা  সরকারের দাক্ষিণ্য নেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন। গুজরাতে ভোটের দিন ঘোষণা নিয়েও তার ওপর কোনও চাপ নেই বলে জানিয়েছেন জোতি।

জোতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনে নিযুক্ত হওয়ার পরও তিনি গুজরাতের আহমেদাবাদের একটি বাংলো নিজের দখলেই রেখে দেন। এই অভিযোগ প্রসঙ্গে জোতি বলেছেন, নির্বাচন কমিশনে নিযুক্ত হওয়ার এক বছর পর তাঁকে দিল্লিতে বাড়ি দেওয়া হয়। তার আগে দিল্লির গুজরাত ভবনে সস্ত্রীক থাকা সম্ভব ছিল না। তাই আমদাবাদের দফনালা এলাকার বাংলোটি নিজের কাছে রাখার জন্য তিনি গুজরাত সরকারের কাছে অনুরোধ করেছিলেন।

কেন্দ্রীয় সরকার দিল্লিতে তাঁর জন্য বাসভবন বরাদ্দ করার সঙ্গে সঙ্গেই তিনি গত বছরের অক্টোবরে আমেদাবাদের বাংলো খালি করে দেন বলে জানিয়েছেন জোতি। তিনি কোনও সরকারের কাছ থেকে কোনও সুবিধা নেননি বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের গুয়াহাটি বেঞ্চের কাছে পেশ হওয়া নথি উল্লেখ করে সংবাদ পোর্টাল দ্য অয়্যারে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গুজরাত সরকারে কর্মরত থাকার সময় জোতিকে আহমেদাবাদে বাংলো দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে নিযুক্তির পরও ওই বাংলোয় থাকতেন জোতি।

এই অভিযোগ প্রসঙ্গে জোতি বলেছেন, সরকারের দাক্ষিণ্য তিনি নিলে রাজধানীতে আসার পরই তিনি দিল্লিতে একটি বাড়ি পেতে পারতেন।

১৯৭৫ ব্যাচের গুজরাত ক্যাডারের আইএএস অফিসার ২০১৩-র ৩১ জানুয়ারি মুখ্য সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ভিজিল্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হন। ২০১৫-র মে মাসে নির্বাচন কমিশনে নিযুক্ত হন তিনি। এরপর ২০১৭-র ৬ জুলাই মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন তিনি।

হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাত বিধানসভার ভোটের নির্ঘন্ট ঘোষণা না করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। কংগ্রেসের মতো দলগুলির অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতেই কমিশন গুজরাতে ভোটের দিন ঘোষণা করতে করেনি। ভোটের আগে যাতে বিভিন্ন সরকারি প্রকল্প ঘোষণা করা যায়, তার জন্যই বিজেপির পক্ষ থেকে গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা না করার জন্য কমিশনের জন্য চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে মুখ্য নির্বাচন কমিশনার জোতি এই অভিযোগ নাকচ করে বলেছেন, কমিশন রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে কোনওরকম হস্তক্ষেপ করে না বা কোনও বিশেষ দলকে বিশেষ সুবিধাও দেয় না।

জোতি বলেছেন, কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলিকে সমান সুযোগ দেয়। তাঁরা গুজরাতে কোনও দলকেই প্রচার সভা চালিয়ে যাওয়া বা স্থগিত রাখা নিয়ে কোনও নির্দেশই দেননি। গতকাল প্রধানমন্ত্রী গুজরাতে গিয়েছিলেন। আজ রাহুল গাঁধী গিয়েছেন। কোনও দলকেই বাড়তি কোনও সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

ভোটের মুখে গুজরাতে প্রধানমন্ত্রীর একের পর এক প্রকল্প ঘোষণা সম্পর্কে কমিশন নীরব রয়েছে কেন, এই প্রশ্নের উত্তরে জোতি বলেছেন, ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। বিরোধীরাও এর ব্যতিক্রম নয়। আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর না হওয়া পর্যন্ত কমিশন এক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করে না।

হিমাচল প্রদেশ ও গুজরাতে নিরাপত্তা ও প্রশাসনিক কর্মী নিয়োগ নিয়ে কমিশন ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানিয়েছেন জোতি।