নয়াদিল্লি: এবার থেকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে দেখা গেলে সেলিব্রিটিদের বড় জরিমানার সম্মুখীন হতে হবে। এমনই সুপারিশকে অনুমোদন করেছে সংসদীয় স্থায়ী কমিটি। তবে, বিতর্কিত জেলহাজতের সুপারিশ বাতিল করা হয়েছে।


খবরে প্রকাশ, মন্ত্রিগোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনও অভিনেতা এমন কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন করলে, প্রথমবার তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে এক বছর পর্যন্ত যে কোনও বিজ্ঞাপনে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি হবে।


দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে জরিমানার পরিমান একলাফে ৫০ লক্ষ হবে। একইসঙ্গে বিজ্ঞাপনে কাজ করার নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে বেড়ে তিন বছর হবে।


তবে, সেলিব্রিটিদের অন্য জায়গায় স্বস্তি দিয়েছে সংসদীয় কমিটি। এধরনের বিজ্ঞাপনে সেলিব্রিটিদের হাজতবাসের সুপারিশ রাখা হয়েছিল। তা খারিজ করে দিয়েছে মন্ত্রিগোষ্ঠী।


আরও পড়ুন: 


বিভিন্ন পণ্যের বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের দায় তারকাদের নয়: ব্র্যান্ড গুরু


শুধু সেলিব্রিটি নয়, শাস্তি হবে ওই পণ্য প্রস্তুতকারী সংস্থা বা ভারপ্রাপ্ত ব্যক্তিরও। অনুমোদিত সুপারিশ অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও ২ বছর পর্যন্ত হাজতবাস হবে। পুনরাবৃত্তি হলে ৫০ লক্ষ পর্যন্ত জরিমানা এবং ৫ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে।


এমনকী ছাড় পাচ্ছে না বিজ্ঞাপন প্রকাশক এবং সম্প্রচারকও। এক্ষেত্রে সংবাদমাধ্যমকেও শাস্তির আওতায় রাখা হয়েছে। স্থায়ী কমিটির সিদ্ধান্ত, প্রতিবার ১০ লক্ষ টাকা জরিমানা।


দেখুন ভিডিও:


বিজ্ঞাপন ও বিতর্ক


তবে, গণমাধ্যমের ক্ষেত্রে ছাড়ের একটি শর্তও রাখা হয়েছে। কমিটি জানিয়েছে, যদি কোনও গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে ‘ডিসক্লেমার’-সহ ওই বিজ্ঞাপন সম্প্রচার বা ছাপা হয়, তাহলে কোনও শাস্তি বা জরিমানার মুখে পড়তে হবে না। কিন্তু, সরকার-দ্বারা নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে তা সম্প্রচার বা ছাপানো হলে, তবেই এই ধারা লাগু হবে।