শিব কুমারী মিশ্র নামে পেনশনভোগী ওই বৃদ্ধার বাড়ি গিয়ে তাঁর কাছে টাকা পৌঁছে দিয়ে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁর শরীরের যা অবস্থা, তাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার পরিস্থিতি নেই। সেই কারণে তুলতে পারছিলেন না পেনশন। বৃদ্ধার ছেলের কাছ থেকে এ কথা জানতে পেরে ব্যাঙ্কের ম্যানেজার প্রভাকর আচার্য্য স্বয়ং এসে তাঁর হাতে টাকা তুলে দিয়ে যান। প্রভাকর জানিয়েছেন, ওই বৃদ্ধাকে সাহায্য করতে পেরে তাঁরা খুবই খুশি।