নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের সুপারিশের প্রতিবাদে ডাকা ধর্মঘট পিছনোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার নয়া বেতন হার ঘোষণার পরেই ১১ জুলাই দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন। এরপরেই কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেয়।

তার প্রেক্ষিতে প্রস্তাবিত ধর্মঘট ৪ মাস পিছনোর সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠনগুলি। গতকাল কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে স্থির হয়, বেতন সংক্রান্ত যাবতীয় দাবি খতিয়ে দেখবে সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।