মধ্য গুজরাত এক্সিট পোল ২০১৭ আপডেট- বিজেপি ২৪ ও কং ১৬ আসন পেতে পারে
Web Desk, ABP Ananda | 14 Dec 2017 02:31 PM (IST)
মধ্য গুজরাত এক্সিট পোল মধ্য গুজরাত এক্সিট পোল ২০১৭ আপডেট মধ্য গুজরাতে ৪০ আসনের বুথ ফেরত সমীক্ষা অনুসারে বিজেপি ৪৭ শতাংশ, কংগ্রেস ৪২ শতাংশ , অন্যান্য ১৩ শতাংশ ভোট পেতে পারে। সমীক্ষা অনুসারে বিজেপি ২৪, কংগ্রেস ১৬ টি আসন পেতে পারে। অর্থাত, গুজরাতের এই অঞ্চলেও কংগ্রেসকে টেক্কা দিতে পারে বিজেপি।