নয়াদিল্লি: ‘জাল’, ‘বিকৃত’ অডিও-ভিডিও ক্লিপ সোস্যাল মিডিয়ায় ফাঁস করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছে গুড়গাঁওয়ের এক বাসিন্দা। অভিযোগ জানালেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের স্ত্রী ভারতী সিংহ। তুঘলক রোড থানায় দায়ের করা এফআইআরে ভারতী জানিয়েছেন, প্রদীপ চৌহান নামে ওই ব্যক্তি হুমকি দিয়েছে, ২ কোটি টাকা চাই। না দিলে সে ওই ভিডিও প্রকাশ করে দেবে যাতে মুখে চুনকালি পড়বে তাঁর স্বামী, প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহের। টাকা না দেওয়ার ‘পরিণতি ভয়াবহ’ হবে বলে প্রদীপ ভয় দেখিয়ে তাঁকে ফোনে উত্যক্ত করছে বলে জানিয়েছেন ভারতী।
১২ আগস্ট ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ (তোলাবাজি) ও ৫০৬ (ভীতিপ্রদর্শন) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
জনৈক পুলিশ অফিসার বলেছেন, আমরা অভিযোগ খতিয়ে দেখছি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে শীঘ্রই আরেকবার জেরা করা হবে। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। ভারতী জানিয়েছেন, প্রদীপ তাঁর ভাগ্নের বন্ধু। সেইসূত্রেই তাকে চেনেন তাঁরা।গত আগস্টে তাঁর সঙ্গে প্রদীপের কথা হয়েছিল। কিন্তু তাঁর অজান্তেই সেই কথাবার্তা গোপনে রেকর্ড করে রাখে সে। এখন সে হুমকি দিচ্ছে, তাকে ২ কোটি টাকা দিতে হবে। না দিলে সেই কথাবার্তা সে সোস্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়ে তাঁর পরিবারকে বেইজ্জত করবে। কিন্তু ভারতীর দাবি, ওই অডিও জাল, বানানো। তার বিষয়বস্তুও জানা নেই তাঁর।
অভিযুক্ত ব্যক্তি তাঁর স্বামী ভি কে সিংহ, তাঁদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে বলেও অভিযোগ করেছেন ভারতী। তাকে বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি বলেছেন, ওর কাছে রিভলভার আছে। ফলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, আতঙ্কে রয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে সেনাপ্রধান পদ থেকে অবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দেন ভি কে সিংহ।
২ কোটি টাকা চেয়ে 'জাল' অডিও ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল! পুলিশে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহের স্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2016 02:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -