নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য জেড প্লাস ভিভিআইপি সশস্ত্র নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ-এর বিশেষ কম্যান্ডো দল এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি দল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকবে।
সরকারি সূত্রে খবর, গোরক্ষপুরের সাংসদ হিসেবে এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন আদিত্যনাথ। তাঁর সঙ্গে থাকতেন ২-৩ জন কম্যান্ডো। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর জীবনের ঝুঁকি বেড়ে গিয়েছে। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হল। দেশের যেখানেই যাবেন, আদিত্যনাথের সঙ্গে থাকবেন সিআইএসএফ কম্যান্ডোরা। তাঁর সরকারি বাসভবনেও থাকবেন কম্যান্ডোরা।
আদিত্যনাথের নিরাপত্তা বাড়ার পর এবার থেকে আদিত্যনাথ যেখানেই যাবেন, তাঁকে ঘিরে থাকবে ২৫ থেকে ২৮ জনের সশস্ত্র কম্যান্ডো দল। তাঁদের হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র। তাঁর কনভয়ে থাকবে জ্যামার সহ পাইলট ও এসকর্ট গাড়ি। সম্প্রতি লখনউয়ে আদিত্যনাথের নিরাপত্তার ভার নিয়েছে সিআইএসএফ-এর বিশেষ নিরাপত্তা দল।
যোগী আদিত্যনাথকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2017 06:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -