শ্রীনগর: জম্মু ও কাশ্মীর পুলিশের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র। রবিবার, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে গিয়ে এই কথা জানান রাজনাথ সিংহ।


গত ১৬ জুন অনন্তনাগের আচাবল অঞ্চলে জঙ্গি হানায় মৃত্যু হয় ৬ পুলিশকর্মীর। নিহতদের তালিকায় ছিলেন এসএইচও (স্টেশন হাউস অফিসার) ফিরোজ আহমেদ।


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ির জন্য জোর সওয়াল করে আসছিলেন ফিরোজ। তাঁর দাবি ছিল, দক্ষিণ কাশ্মীরে সবসময় জঙ্গি হামলার আশঙ্কা থাকে। ফলে, পুলিশকর্মীদের নিরাপত্তায় এই গাড়ি দেওয়া হোক। কিন্তু, তাঁর সেই দাবি মানা হয়নি।


অবশেষে সেই জঙ্গি হামলায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ সহ ৬ পুলিশকর্মী। তারপরই টনক নড়ে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি, পুলিশকর্মীদের সুবিধার্থে একটি ট্রমা সেন্টার গড়ে তোলা হবে।


এদিন ফিরোজ ছাড়াও ওই হামলায় নিহত এএসআই আব্দুল রশিদ ও কনস্টেবল ইমতিয়াজের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ। বলেন, এঁরা কাশ্মীরের জন্য চরম বলিদান দিয়েছে। আমরা সকলে ওঁদের জন্য গর্বিত। এই সব সাহসী পুলিশকর্মীদের সাহসিকতার প্রশংসা করার মতো ভাষা আমার নেই।