কাশ্মীরের মন জয়ে পাথরবাজির ৪৫০০-এর বেশি মামলা প্রত্যাহারের প্রস্তাব কেন্দ্রের
Web Desk, ABP Ananda | 21 Nov 2017 08:36 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রের নিযুক্ত বিশেষ প্রতিনিধি দীনেশ্বর শর্মার সুপারিশ মেনে কাশ্মীরে পাথর ছোঁড়ার মামলায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া সাড়ে চার হাজারের বেশি মামলা তুলে নেওয়া হচ্ছে। সেখানকার মানুষের মন জয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে কাশ্মীর উপত্যকা সফরে গেলে শর্মাকে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকে পাথর ছোঁড়ায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানানো হয়। গত বছরের জুলাইয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথরবাজির ঘটনায় ১১৫০০ বেশি মামলা দায়ের হয়েছে এ পর্যন্ত। এর মধ্যে প্রথমবার পাথর ছোঁড়ায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ৪৫০০-র বেশি। শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি, তবে বলেন, রাজ্যের কাহিনি শান্তির অধ্যায়ে বদলে দেওয়ার চেষ্টা করছি। সেজন্য সেখানকার যুব ও ছাত্রসমাজের সমর্থন প্রয়োজন আমার। সরকারি কর্তারা বলছেন, মামলা তুলে নেওয়ার পদক্ষেপের কী ফল দাঁড়ায়, তা দেখে পাথরবাজদের বিরুদ্ধে রুজু হওয়া বাকি মামলাগুলি রাজ্যের পিডিপি-বিজেপি সরকারের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখতে চায় কেন্দ্র। তাছাড়া সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দিলেও কোনও মারাত্মক অপরাধে না জড়ানো, মদত না দেওয়া স্থানীয় ছেলেদের পুনর্বাসনের কথাও কেন্দ্র ভেবে দেখতে পারে বলে জানান তাঁরা। শর্মা উপত্যকা সফরে গিয়ে দেখেছেন, স্থানীয় বাসিন্দারা বিশেষত শীতের সময় বিদ্যুত্ সরবরাহে ঘাটতির সমস্যায় পড়েন। তাই এ বছর কাশ্মীরে বাড়তি ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ দেওয়া হবে। আগামী বছরে শীতের শুরু থেকে সারাদিন বিদ্যুত্ সরবরাহে যাতে বিঘ্ন না হয়, সেটা সুনিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য কথা চলছে কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রকের সঙ্গে। এছাড়া কাশ্মীরে সংঘর্ষে নিহত পুলিশকর্মীদের ক্ষতিপূরণও বাড়িয়ে দেবে কেন্দ্র। বর্তমানে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। শর্মার কাশ্মীর সফরের সময় এগুলি নিয়ে আলোচনা হয় নানা পক্ষের সঙ্গে।