পাক জঙ্গি পালানোর জের, জম্মু ও কাশ্মীর সরকারকে জেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বলল কেন্দ্র
Web Desk, ABP Ananda | 09 Feb 2018 05:39 PM (IST)
নয়াদিল্লি: জেলবন্দি এক পাকিস্তানি জঙ্গির পালিয়ে যাওয়ার মতো গুরুতর ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরকারকে জেল এবং বিভিন্ন জায়গায় জেলবন্দিদের নিয়ে যাওয়া ও ফেরার সময় নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। জেলগুলিতে সিআরপিএফ মোতায়েন করারও পরামর্শ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর সরকারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বিগ্ন।’ শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি ছিল পাকিস্তানি জঙ্গি নাভিদ জাঠ। তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হামলা চালায় জঙ্গিরা। তারা নাভিদের সঙ্গে থাকা দুই পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে এই জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর উচ্চপর্যায়ের বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক। কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে এবং এরকম একজন জঙ্গিকে কেন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হল, সেটা জম্মু ও কাশ্মীর সরকারকে জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। শ্রীনগর সেন্ট্রাল জেলে ১৬ জন পাকিস্তানি বন্দি ছিল। তাদের মধ্যে সাতজনকে জম্মুতে পাঠানো হয়েছে। বাকিদেরও অন্য জেলে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। উধমপুর, লেহ সহ বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হবে এই বন্দিদের।