শ্রীনগর: পুলওয়ামায় বৃহস্পতিবারের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পাল্টা প্রতিক্রিয়ায় উত্তরাখণ্ডের দেহরাদুনে পড়াশোনার জন্য আসা কাশ্মীরী পড়ুয়াদের হেনস্থার অভিযোগ। ওই হতভাগ্য জওয়ানদের মধ্যে উত্তরাখন্ডের দুজন আছেন। এ নিয়ে জম্মু ও কাশ্মীরে আশঙ্কা, উদ্বেগের মধ্যেই রাজ্য পুলিশের জনৈক প্রশাসনিক অফিসার জানিয়েছেন, দেহরাদুন পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে যে, পুলওয়ামা হামলার জেরে হুমকি, হয়রানির অভিযোগ ওঠায় সেখানে পাঠরত কাশ্মীরী ছাত্রদের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেহরাদুনে বসবাসকারী কাশ্মীরী ছাত্রদের অভিযোগ, তাঁরা থাকেন বলে হামলা হতে পারে, এই ভয়ে তাঁদের ভাড়াবাড়ি ছেড়ে দিতে বলছেন বাড়িমালিকরা। পাশাপাশি চলছে হেনস্থা, হয়রানি, বিদ্রূপও। শ্রীনগরে রাজ্য পুলিশের এক মুখপাত্র বলেন, দেহরাদুনে কাশ্মীর থেকে যাওয়া পড়ুয়াদের হেনস্থার খবরের পরিপ্রেক্ষিতে উচ্চপদস্থ কর্তারা দেহরাদুন পুলিশের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আশ্বাস দেন, কাশ্মীরী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। তাঁদের নিরাপত্তায় যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ এ ব্যাপারে উত্তরাখন্ড পুলিশের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলছে বলে জানান মুখপাত্রটি।
এদিন পুলওয়ামার নারকীয় সন্ত্রাসের নিন্দায় সর্বদল বৈঠকের পর কেন্দ্রের পক্ষ থেকেও দেশের সব রাজ্যকে সেখানে পড়াশোনা বা নানা সূত্রে আসা কাশ্মীরীদের সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সর্বদল বৈঠকেও দেশের কোথাও কোথাও কাশ্মীরীদের হুমকি, ভয় দেখানোর অভিযোগের প্রসঙ্গ তোলা হয়। কাশ্মীরী ছাত্রদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্র্ মন্ত্রী রাজনাথ সিংহ। মন্ত্রকের জনৈক কর্তা বলেন, জম্মু ও কাশ্মীরের কিছু পড়ুয়া, লোকজনকে হুমকি দেওয়ার খবর রয়েছে। তাই সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে তাদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা: উত্তরাখন্ডে হেনস্থা, ভাড়াবাড়ি ছেড়ে দিতে বলার নির্দেশের অভিযোগ কাশ্মীরী ছাত্রদের, সব রাজ্যকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 04:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -