অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অবশ্য দাবি করেছেন, কেউ বৈষম্যের শিকার হবেন না। তিনি বলেছেন, ‘কেউ হিন্দু, মুসলিম, বাঙালি বা নেপালি হতেই পারেন। তার জন্য কারও সঙ্গে বৈষম্য করা হবে না। জাত-পাত সংক্রান্ত ভেদাভেদের শিকার হবেন না কেউ। সবার সঙ্গে সমান আচরণ করা হবে। সবাইকে নাগরিকত্ব প্রমাণের সমান সুযোগ দেওয়া হবে।’
সোনোয়াল আরও বলেছেন, ‘অসম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে। এনআরসি-র প্রথম তালিকা বেরিয়েছে। কারও ভয় পাওয়ার কারণ নেই। এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিচার করুক কেন্দ্র।’