হার্দিক পটেলকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেবে কেন্দ্র
Web Desk, ABP Ananda | 24 Nov 2017 06:08 PM (IST)
নয়াদিল্লি: পাতিদার আনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক পটেলকে ওয়াই ক্যাটাগরির সশস্ত্র নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এক আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলির কাছে খবর আছে, হার্দিকের উপর হামলা হতে পারে। সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে হার্দিক গুজরাতের যেখানেই যাবেন, তাঁর সঙ্গে থাকবেন আটজন সশস্ত্র সিআইএসএফ কম্যান্ডো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আরএসএস প্রধান মোহন ভাগবত-সহ প্রায় ৬০ জন বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। গুজরাতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার হার্দিককেও নিরাপত্তা দেবেন সিআইএসএফ কম্যান্ডোরা।