নয়াদিল্লি: উত্সবের মরশুমের মুখে কর্মচারীদের উপহার কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)-র পরিমাণ ৪ শতাংশ থেকে এক শতাংশ বাড়িয়ে করা হল ৫ শতাংশ। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫০ লক্ষ কর্মী ও ৬১ লক্ষ পেনশন গ্রাহক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মূলবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে ডিএ-র আরও এক কিস্তি বাড়ল। বর্তমানের ৪ শতাংশ থেকে আরও এক শতাংশ বাড়ানো হল। ১ জুলাই থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে।
ডিএ ও ডিআর বাবদ সরকারি কোষাগারে প্রতি বছর ৩,০৬৮.২৬ কোটি টাকার বোঝা চাপবে। চলতি অর্থবর্ষের আটমাসের মেয়াদে ওই পরিমাণ হবে ২,০৪৫.৫০ কোটি টাকা।
উৎসবের মরশুমের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2017 05:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -