নয়াদিল্লি: ২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা (ডিয়ারনেস অ্যালাউন্স) এবং মহার্ঘ্যত্রাণ (ডিয়ারনেস রিলিফ) বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে মহার্ঘ্যভাতা এবং মহার্ঘ্যত্রাণ। ফলে উপকৃত হবেন ৪৮.৮৫ লক্ষ সরকারি কর্মচারী এবং ৫৫.৫১ লক্ষ পেনসনভোগী।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানের ২ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ্যভাতা এবং মহার্ঘ্যত্রাণ বাড়িয়ে ৪ শতাংশ করা হল বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। এর ফলে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ মাসে যথাক্রমে ৫,৮৫৭.২৮ কোটি টাকা এবং ৬,৮৩৩.৫০ কোটি টাকা ব্যয় হবে।
মহার্ঘ্যভাতা বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, চালু হচ্ছে ১ জানুয়ারি থেকে
Web Desk, ABP Ananda
Updated at:
15 Mar 2017 08:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -