নয়াদিল্লি: ২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা (ডিয়ারনেস অ্যালাউন্স) এবং মহার্ঘ্যত্রাণ (ডিয়ারনেস রিলিফ) বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে মহার্ঘ্যভাতা এবং মহার্ঘ্যত্রাণ। ফলে উপকৃত হবেন ৪৮.৮৫ লক্ষ সরকারি কর্মচারী এবং ৫৫.৫১ লক্ষ পেনসনভোগী।


সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানের ২ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ্যভাতা এবং মহার্ঘ্যত্রাণ বাড়িয়ে ৪ শতাংশ করা হল বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। এর ফলে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ মাসে যথাক্রমে ৫,৮৫৭.২৮ কোটি টাকা এবং ৬,৮৩৩.৫০ কোটি টাকা ব্যয় হবে।