নয়াদিল্লি: পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শিখ ও হিন্দুদের দীর্ঘমেয়াদি ভিসা বা নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সাতটি রাজ্যে বিশেষ শিবির বসাচ্ছে কেন্দ্র। প্রতিবেশী দেশগুলি থেকে সংখ্যালঘুদের এ দেশে ঠাঁই দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। তা পালন করার লক্ষ্যে মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশে ওই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দুটি শিবির হল থানে, মুম্বইয়ে। বাকিগুলি চলবে ২৭ জুলাই পর্যন্ত।
বিজেপি-র সিদ্ধান্ত, বিশ্বের যে কোনও জায়গায় নির্যাতিত হিন্দুদের নিরাপত্তার কেন্দ্র হিসাবে ভারতকে তুলে ধরা হবে। সেই অবস্থান থেকেই প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান থেকে চলে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ। ২০১৪ সালের লোকসভা ভোটের ইস্তাহারে বিজেপি বলেছিল, অত্যাচারিত, বিপন্ন হিন্দুদের স্বাভাবিক আশ্রয়স্থল ভারত। তারা এ দেশে থাকতে চাইলে স্বাগত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ওই শিবিরে দীর্ঘমেয়াদি ভিসা, নাগরিকত্বের কাগজপত্র পরীক্ষা করে যত বেশি সংখ্যক আবেদনের ফয়সালা করা হবে। পাশাপাশি ওই সংখ্যালঘুরা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, নিজেদের বসবাস, স্বনিযুক্তির জন্য জমি পান, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড জোগাড় করতে পারেন, সে ব্যাপারেও তাদের সহায়তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২ লক্ষ উদ্বাস্তু ভারতে রয়েছেন।
পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতে ৭ রাজ্যে বিশেষ শিবির কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 03:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -