নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল করার দাবিতে দায়ের হওয়া মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।


সোমবার, শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বধীন শীর্ষ আদালতের তিন-সদস্যের ডিভিশন বেঞ্চের সামনে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, জম্মু ও কাশ্মীরে শান্তি-আলোচনার জন্য প্রতিনিধি নিযুক্ত করেছে সরকার।  এই সংবেদনশীল বিষয় নিয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাই, রায়দান পিছিয়ে দেওয়ার আবেদন জানান তিনি। আলোচনার জন্য ছ’মাস সময়ও চায় কেন্দ্র।


কেন্দ্রের আর্জিতে আংশিক সাড়া দিয়ে শুনানি স্থগিত রাখে শীর্ষ আদালত। তবে, ছমাসের জায়গায় কেন্দ্রকে তিনমাস সময় দেয় বেঞ্চ। দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘উই দ্য সিটিজেন্স’ সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিলের দাবিতে মামলা দায়ের করেছিল। সেই মামলারই আজ রায় দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের। গত ২৩ তারিখ প্রাক্তন আইবি প্রধান দীনেশ্বর শর্মাকে জম্মু ও কাশ্মীরে বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে কেন্দ্র।