মানা (উত্তরাখণ্ড): চিন-সীমান্ত বরাবর এলাকার উন্নয়নমূলক ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র।

একইসঙ্গে, দেশের মূলস্রোতে সীমান্ত অঞ্চলের জনসংখ্যাকে কী করে অন্তর্ভুক্ত বা ব্যবহার করা যায়, তাও খতিয়ে দেখবে এই কমিটি। এর জন্য চিন-সীমান্ত লাগোয়া সবকটি রাজ্য এবং বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে ওই কমিটি।

সম্প্রতি, উত্তরাখণ্ডে চিন-সীমান্ত লাগোয়া এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানেই তিনি সংবাদমাধ্যমকে এই কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, উত্তর-পূর্বের পাঁচ রাজ্যের সঙ্গে প্রায় ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে চিনের। সেখানে বিভিন্ন চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা হবে। একইভাবে, উন্নয়নের ওপরও জোর দেওয়া হবে।

জোশীমঠে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজনাথ সীমান্ত-এলাকায় বসবাসকারী মানুষের প্রসঙ্গটি উত্থাপন করেন। তাঁর মতে, সীমান্ত বাসিন্দাদের আরও গুরুত্ব দিতে হবে। তিনি আইটিবিপি-কে নির্দেশ দেন, সীমান্ত-লাগোয়া মানুষের সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে। একইসঙ্গে, তাঁরা যাতে অন্যত্র না সরে যান, তাও নিশ্চিত করতে।