নয়াদিল্লি: গতকাল যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা, তার আর পুনরাবৃত্তি যাতে না হয়, তাই দেশের সমস্ত হাইওয়ের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিল কেন্দ্র।


কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(এনএইচএআই) ও সড়ক মন্ত্রকের অধীনস্থ সমস্ত নির্মীয়মান হাইওয়ে এবং ব্রিজ প্রজেক্টগুলি পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

গডকরি বলেন, কলকাতার ঘটনা ভীষণই মর্মান্তিক, দুঃখজনক। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই সমস্ত নির্মীয়মান হাইওয়ে, ব্রিজগুলি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সেতুগুলির নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে ইঞ্জিনিয়র ও কন্ট্র্যাকটরদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গতকাল মধ্য-উত্তর কলকাতার বড়বাজারের পোস্তা অঞ্চলে গণেশ টকিজের কাছে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়াল পুলের একাংশ ভেঙে পড়ে প্রাণ হারালেন অন্তত ২8 জন। আহতের সংখ্যা প্রায় শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বহু মানুষ। আটক ও গ্রেফতার করা হয়েছে নির্মীয়মান সংস্থার বেশ কিছু কর্মীকে।