নয়াদিল্লি: দেশবাসীর বিড়ি সিগারেটের নেশা ছাড়াতে আরও পদক্ষেপ করছে কেন্দ্র। সব তামাকজাত দ্রব্যের প্যাকেটে এবার থেকে থাকবে নানা ছবি ও লেখা সহযোগে হুঁশিয়ারি। পাশাপাশি তামাক ছাড়ার হেল্পলাইনের নম্বরও দেওয়া থাকবে।
১৮০০ ২২৭৭৮৭। টোল ফ্রি এই নম্বরে ফোন করলে নেশা ছাড়াতে বিনা মূল্যে পরামর্শ ও সহযোগিতা পাবেন তামাকপ্রেমীরা।
এর আগে ২০১৫-র সেপ্টেম্বরে তামাকজাত দ্রব্যের প্যাকেটের ৮৫ শতাংশ জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত হুঁশিয়ারি অত্যাবশ্যক করতে বিড়ি, সিগারেট, গুটখা প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত বছর ১ এপ্রিল থেকে চালু হয় সেই ব্যবস্থা।
মন্ত্রক এবার ভাবছে, আরও এক দফা নতুন ছবি ও হুঁশিয়ারি এ সব প্যাকেটে থাকবে, যাতে মানুষ সাবধান হন। পাশাপাশি থাকবে তামাক ছাড়ার হেল্পলাইন নম্বর। এ জন্য সাধারণ মানুষের পরামর্শও নিচ্ছে তারা। তারপর দেখা হবে নয়া এই সাবধানবাণী মানুষের তামাক খাওয়ার অভ্যায় কতটা ব্যাহত করতে পারল।
এবার সিগারেটের প্যাকেটেও থাকবে টোল ফ্রি কুইটলাইন নম্বর, ভাবছে কেন্দ্র
ABP Ananda, Web Desk
Updated at:
03 Dec 2017 07:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -