নয়াদিল্লি: ‘রক্তদান মহৎ দান।’ কিন্তু, এই রক্তদানের অপচয় ও অপব্যবহার নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠেছে। এবার রক্তদান ব্যবস্থার অপব্যবহার রুখতে একাধিক নিয়মাবলি আরোপ করল কেন্দ্র।


সম্প্রতি, রক্তদান নিয়ে কেন্দ্রের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠায় ড্রাগ টেকনিকাল অ্যাডভাইসরি বোর্ড। এর মধ্যে ১০৩টি শর্তকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। যেমন, রক্তদানের বয়সকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে বেঁধে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে, সবচেয়ে উল্লেখযোগ্য হল মহিলাদের ক্ষেত্রে রক্তদানের কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, সন্তানপ্রসবের পর এক বছর,  গর্ভপাতের পর ৬ মাস এবং ঋতুস্রাব ও  সন্তানকে যতদিন বুকের দুধ খাওয়ানো  হবে, ততদিন রক্তদান করা যাবে না।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জেল বা কোথাও বন্দি থাকলে রক্তদান করতে পারবেন না। ছোট বা বড় অস্ত্রোপচার হলে, যথাক্রমে ৬ মাস ও এক বছর কোনও ব্যক্তি রক্তদান করতে পারবেন না।


এছাড়া, ম্যালেরিয়া হলে পরবর্তী তিনমাস, ডেঙ্গি ও চিকুনগুনিয়ার ক্ষেত্রে ৬ মাস এবং জিকা ভাইরাসের ক্ষেত্রে ৪ মাস পর্যন্ত কোনও ব্যক্তি রক্তদান করতে পারবেন না।


পাশাপাশি, কোনও ব্যক্তি যদি অতীতে এমন কোনও দেশ বা ভৌগলিক অঞ্চলে গিয়েছেন বা থেকেছেন, যেখানে রক্তের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তিনিও রক্তদান করতে পারবেন না বলেও জানানো হয়েছে প্রস্তাবে।