নয়াদিল্লি: রোহিত ভেমুলার মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা পিটিআই তথ্যের অধিকার আইনে রোহিতের মৃত্যুর তদন্ত রিপোর্ট চেয়েছিল। তারই জবাবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে রিপোর্ট প্রকাশ করা যাবে না।
রোহিতের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য এ বছরের ফেব্রুয়ারিতে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার রুপালওয়ালের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে কেন্দ্র। তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি।
সম্প্রতি জানা গিয়েছে, রোহিত আদৌ দলিত ছিলেন কি না সেই প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি। তিনি ব্যক্তিগত কারণেই আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। রোহিতের মৃত্যুর ঘটনায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও দায় নেই বলেও রিপোর্ট দেওয়া হয়েছে বলে খবর। তবে কেন্দ্র এই তদন্ত রিপোর্ট প্রকাশ না করায় সরকারিভাবে কিছু জানা যায়নি।
রোহিত ভেমুলার মৃত্যুর তদন্ত রিপোর্ট প্রকাশ করবে না কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 08:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -